weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৬৫% , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

প্রকাশ : ০১-০৩-২০২৫ ১৫:৪৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

প্রসঙ্গত, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও। এ ছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে আজ (শনিবার) থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গাজায় গণহত্যার প্রতিবাদ : রাজধানীতে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ গাজায় গণহত্যার প্রতিবাদ : রাজধানীতে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফেরত পেলেন মালিকরা চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফেরত পেলেন মালিকরা সাবেক এমপি হাবিবের ৬ কোটির সম্পদ ও ৩১১ কোটি লেনদেন সাবেক এমপি হাবিবের ৬ কোটির সম্পদ ও ৩১১ কোটি লেনদেন সাবেক মন্ত্রী কাদের ও হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি সাবেক মন্ত্রী কাদের ও হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা