weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোয় অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

প্রকাশ : ০২-১১-২০২৫ ১১:৩৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দোকানে আগুন লাগার পর হতাহতের এই ঘটনা ঘটে। রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন শনিবার এই দুর্ঘটনা ঘটে। এদিন মানুষ নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল।

সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে।

রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানান, ফরেনসিক মেডিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের ছয় দফায় হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আগুন এখন নিভে গেলেও এর সূত্রপাত নিয়ে এখনো তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অবশ্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের ওই দোকানটি কোনো ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না। শহরের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুন লেগে যাওয়ার আগে সেখানে বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই