weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ অনেক

প্রকাশ : ১১-০১-২০২৫ ১১:৩৫

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে দুজন জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল বলে তিনি শুনেছেন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি।। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর রাজনীতিক-গবেষক-লেখক বদরুদ্দীন উমর আর নেই রাজনীতিক-গবেষক-লেখক বদরুদ্দীন উমর আর নেই ভাত খেতে গিয়েছি বললেও গেট খোলেননি দারোয়ান, বললেন চবির সেই ছাত্রী ভাত খেতে গিয়েছি বললেও গেট খোলেননি দারোয়ান, বললেন চবির সেই ছাত্রী ‘প্যালেস্টাইন অ্যাকশন’র বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার চার শতাধিক ‘প্যালেস্টাইন অ্যাকশন’র বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার চার শতাধিক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও