weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসির গোল আর অ্যাসিস্টে জয়ে ফিরল ইন্টার মায়ামি

প্রকাশ : ১৭-০৮-২০২৫ ১১:২৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির ফেরার ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামিও। আর্জেন্টাইন তারকার শেষদিকের গোল ও অ্যাসিস্টে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে হারাল দ্য হেরনস।

মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার (১৭ আগস্ট) লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি।

এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি। হ্যামস্ট্রিং ইনজুরিতে দুই ম্যাচে মাঠের বাইরে থাকার পর লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে নামেন তিনি। ম্যাচে তখন ১-০ ব্যবধানে এগিয়ে মায়ামি। প্রথমার্ধের শেষদিকে প্রায় মাঝমাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে জর্দি আলবার উদ্দেশে লম্বা পাস দেন সার্জিও বুসকেটস। অরক্ষিত অবস্থায় বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে জাল খুঁজে নেন স্প্যানিশ লেফট-ব্যাক।

বিরতির পর মাঠে নেমে ৫৭তম মিনিটেই দলকে জোড়া গোলে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। আলবার পাস ডি-বক্স লাইনের ঠিক বাইরে পেয়েছিলেন তিনি। তবে জায়গায় দাঁড়িয়ে তার বাঁ পায়ের নেয়া শট জাল খুঁজে নিতে ব্যর্থ হয়।

৫৯তম মিনিটে প্যারেন্তের পাস পেয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে মায়ামির তিন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে দারুণ এক গোলে লস অ্যাঞ্জেলেসে সমতায় ফেরান জোসেফ প্যাইন্টসিল। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত সে সমতা ধরে রেখেছিল দলটি। এরপর মেসি তার জাদুকরী ফুটবল নিয়ে হাজির হন। ৮৪তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস দখলে নিয়ে দুই ডিফেন্ডারের বাধা অতিক্রম করে বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের নিঁখুত নিচু শট নেন মেসি। বল জড়ায় জালে, এগিয়ে যায় মায়ামি। মেসির জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক আরো একবার দেখা যায় ৮৯তম মিনিটে।

বক্সের বাইরে ডি পলের পাস পেয়ে ব্যাকহিলে লুইস ‍সুয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি। বল কোন পাশ দিয়ে ভেতরে প্রবেশ করলো বুঝতেই পারেননি লস অ্যাঞ্জেলেসের ফুটবলাররা। কিছুটা এগিয়ে গিয়ে নিঁখুত শটে জালে বল জড়ান সুয়ারেজ। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

মেসির অনুপস্থিতিতে আগের ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে হেরে টেবিলের ছয়ে নেমে গিয়েছিল মায়ামি। আর্জেন্টাইন তারকার ফেরার ম্যাচে তারা উঠে আসল চারে। ২৪ ম্যাচ শেষে তাদের খাতায় পয়েন্ট ৪৫।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল