weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ২০-১২-২০২৪ ১৮:৩৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। অর্থাৎ ভারত-বাংলাদেশের রোমাঞ্চকর আরো একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব-১৯ এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। উদ্বোধনী আসরের ফাইনালে উঠে প্রতিশোধ নেওয়ার সুযোগও তৈরি করেছে বাংলাদেশ। কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১১ ওভারে নামিয়ে আনা হয়।
একই মাঠে রবিবার (২২ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট।
দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন ফাহমিদা, মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে।
অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ চারে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রানে।
বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল অনূর্ধ্ব-১৯: ১১ ওভারে ৫৪/৮ (পারভিন ৪, ধামি ১১, মাহাতো ৯, পাখরিন ২, মারাসিনি ৫, সিমানা ৩, ইয়াদাভ ৮, বিশ্বকর্মা ৪*, কুসুম ৩; নিশিতা ২-০-৫-০, ফারজানা ৩-০-১৩-১, আনিসা ২-০-১০-১, ফাহমিদা ২-০-১৪-১, হাবিবা ২-০-১১-১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯.৫ ওভারে ৫৮/১ (ফাহমিদা ২৬*, ঈভা ১৮, সুমাইয়া ১০*; মাহাতো ২-০-১৩-০, রাচানা ৩-০-১৬-০, সিমানা ১-০-১১-০, রিয়া ২-০-৪-০, কুসুম ১.৫-০১২-১)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: ফাহমিদা ছোঁয়া।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল