মোহাম্মদপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪০
প্রকাশ : ১২-০১-২০২৫ ১৯:০৭

সিনিয়র রিপোর্টার
রাজধানী মোহাম্মদপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক সাড়ে চার ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com