weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৯-০২-২০২৫ ১৮:১২

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলো- মো. সাজ্জাদ হোসেন ওরফে সাইফুল (৩০), মো. রাব্বি হোসেন ওরফে বোচা রাব্বি (২৭) ও মো. রাতুল (২২)। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০মিনিটে  যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত (৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে চারটায় চট্টগ্রাম থেকে বাসযোগে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীস্থ কুতুবখালী দাগুখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন যাত্রী মালামালসহ নামেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুষ্কৃতকারী ছুরি, চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে সেই যাত্রীর কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়। 

এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করে ডিবি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সক্ষম হয় ডিবি ওয়ারী বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ ভোর ৪টা ৫০ মিনিটে শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় তিন সদস্য সাজ্জাদ, রাব্বি ও রাতুলকে ছুরি ও চাপাতিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

ডিবি  সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে পথচারীদের পথ রোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কদমতলী ও যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত তাদের সহযোগী পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই