weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প

প্রকাশ : ০৫-০৭-২০২৫ ১২:৪৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত আইনটিতে সই করেছেন। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই বিল বিগ বিউটিফুল আইনে পরিণত করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিগ বিউটিফুল বিল পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। 

চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে। 

বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি কখনো দেখিনি আমাদের দেশে মানুষ এতটা খুশি হয়েছে। কারণ এতে নানা ধরনের মানুষ উপকৃত হচ্ছে: সেনাবাহিনী, বেসামরিক নাগরিক, বিভিন্ন ধরনের চাকরিজীবীরা।

তিনি হাউস স্পিকার মাইক জনসন ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় এনে দিয়েছেন। সবচেয়ে বড় ব্যয় ছাঁটাই এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সীমান্ত নিরাপত্তা বিনিয়োগ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দেন। 

রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসে ২১৮-২১৪ ভোটে পাস হওয়া এই বিল ট্রাম্পের অভিবাসন অভিযান তহবিল সরবরাহ করবে। একইসঙ্গে, ২০১৭ সালের কর ছাড় স্থায়ী করবে এবং লাখ লাখ মার্কিনকে স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করবে বলে আশঙ্কা। 

হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে ছিল স্টেলথ বোমারু ও ফাইটার জেটের প্রদর্শনী; যা সম্প্রতি ইরানে পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। বিশাল এই আইনি প্যাকেজকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখছেন। যদিও নিরপেক্ষ বিশ্লেষণ বলছে, এতে যুক্তরাষ্ট্রের ঋণ বাড়বে আরো তিন ট্রিলিয়ন ডলার। 

এই বিল নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হাউজ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস প্রতিনিধি পরিষদের ইতিহাসের দীর্ঘতম ভাষণ দেন-৮ ঘণ্টা ৪৬ মিনিট। ভাষণে তিনি বিলটিকে ধনী শ্রেণির জন্য এটিকে ‘উপহার’ হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, এটি কম আয়ের আমেরিকানদের স্বাস্থ্য বীমা ও খাদ্য সহায়তা কেড়ে নেবে।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিন বলেন, এই আইন ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের ভোটে ক্ষতির কারণ হবে। তিনি বলেন, আজ ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন— এই দল এখন কেবল বিলিয়নিয়ার ও বিশেষ স্বার্থ গোষ্ঠীর পক্ষেই, সাধারণ শ্রমজীবী পরিবারের পক্ষে নয়।

তিনি আরো বলেন, এই আইন রিপাবলিকানদের ঘাড়ে বছরের পর বছর ঝুলে থাকবে। এটি ছিল আমেরিকান জনগণের সঙ্গে এক পূর্ণাঙ্গ বিশ্বাসঘাতকতা। আমরা রিপাবলিকানদের সতর্ক করছি, আপনারা সংখ্যাগরিষ্ঠতা হারাবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত