রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
প্রকাশ : ০৬-০৪-২০২৫ ১৮:৪০

ছবি- সংগৃহীত
সিনিয়র রিপোর্টার
রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ।
রবিবার (৬ এপ্রিল) সকালে এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com