weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ নিহত ২

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ১৮:৩৯

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানীর জিগাতলা ও মোহাম্মদপুরে পৃথক ছুরিকাঘাতে ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সামিউর রহমান আলভী (২৩) এবং পেশাদার আলোকচিত্রী নূর ইসলাম (২৬) নামে দুই যুবক খুন হয়েছেন।


শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে তিন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আলভী। এ সময় ২০-২৫ জন যুবকের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।


আলভীর বন্ধু ইসমাইল হোসেন জানান, 'আমরা তিনজন কোনোভাবে পালাতে পারলেও তারা আলভীকে ঘিরে ফেলে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।’আহত অবস্থায় তাকে জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ এখনও জানা যায়নি।


একই রাতে মোহাম্মদপুরের পুলপাড় দুর্গা মন্দিরের কাছে একটি গলিতে নূর ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। দুর্বৃত্তরা তার দুটি ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে জানা গেছে।

নূরের বড় ভাই ওসমান গণি জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামের বাসিন্দা নূর ধানমন্ডির শংকর এলাকায় থাকতেন। ফোনে খবর পেয়ে ঢামেকে গিয়ে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪