weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

প্রকাশ : ১০-০৮-২০২৫ ১২:০২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে ‘সামুরাই’ চাপাতিসহ প্রায় এক হাজার ১০০টি ধারালো ‘অস্ত্র’ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু ও মিট হ্যামার।

অভিযানে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আরো বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে অধিকতর তদন্ত করা হবে।

শনিবার (৯ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে এসব উদ্ধারের পর সেনাবাহিনী বলছে, এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হতে দেখা গেছে। পরে শেরে বাংলা নগর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।

আর্মি ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তি, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এ ধরনের ধারালো ‘সামুরাই’ চাপাতি উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যমের বরাতে কোনো একটি স্থান থেকে এ ধরনের ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে জানতে পেরে এবং গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পর এ অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, গত দুই দিনে গোয়েন্দারা নিউ মার্কেট এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে দেশি ধারালো অস্ত্র দেখতে পান। যেসবের কোনো গৃহস্থালী ব্যবহার নেই; কয়েক মাস ধরে এই অস্ত্র দিয়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণনা কার্যক্রম চলমান রয়েছে। পরে এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে সেনাবাহিনী বলছে, কেউ এই ধরনের ‘সামুরাই’ চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে।

কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে কাছের সেনা ক্যাম্পে খবর দিতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, ‘আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো (ধারালো অস্ত্র) কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয়।’

নাজিম আরো বলেন, ‘আমাদের কাছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে, একটা স্থান থেকে তারা এই সামুরাইগুলো সাপ্লাই পাচ্ছে। এরপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। কয়েক দিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এর ভিত্তিতে আমরা শনিবার নিউমার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই।’

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘আমরা এই কাজে জড়িত হিসেবে নয়জনকে গ্রেপ্তার করতে পেরেছি। মোট তিনটি দোকান থেকে মূল এই আইটেমগুলো পাওয়া যায়। আমরা কয়েক মাস ধরে লক্ষ করেছি, সন্ত্রাসীরা এই ধরনের দেশি অস্ত্রই বেশি ব্যবহার করে। তিন-চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা