weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর মানিকনগরে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১-০১-২০২৫ ১৭:১১

সিনিয়র রিপোর্টার
রাজধানীর মানিকনগরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন এ তথ্য জানান। 
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বলেন, অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে মো. সাদ্দাম হোসেন বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ