weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ : ২৭-০৯-২০২৫ ১১:৫৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। 

লালবাগ থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, আরএনডি রোডের ২/১/এ নম্বর জমজম টাওয়ারের ষষ্ঠ তলার বাসায় পরিবার নিয়ে থাকতেন নজরুল। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় চাকরি করতেন। শুক্রবার বিকালে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মঘাতী কোনো কাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন। কেউই তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই