weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাকের সভাপতি আরিফ, সম্পাদক তাবারুল, কোষাধ্যক্ষ সাইফুল

প্রকাশ : ২৭-১২-২০২৪ ২০:২৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির সহসভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির নিজস্ব প্রবিদেবক আলী তালুকদার। 
এ ছাড়া আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলাম মন্টু কোষাধ্যক্ষ, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিম মোল্লা দপ্তর সম্পাদক, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুল হক মিঠু প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক,  জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক জামিউল হাসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই