weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লামায় মাটির নিচে মিলল লুটের ১৮ লাখ টাকা

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয়কেন্দ্র থেকে ডাকাতি হওয়া টাকার একটি বড় অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) পৃথক দুটি অভিযানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।

এর আগের দিন, শুক্রবার দুটি অভিযানে উদ্ধার হয়েছিল আরো তিন লাখ ১৭ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মারুফুল ওরফে আরিফ (৩৩), নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), আব্দুর রহিম (৩৬), সুজন (২৫) এবং আনোয়ারা বেগম (৪৫)। এদের মধ্যে প্রথম দুজনকে গ্রেপ্তার করা হয় শুক্রবার।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে ভিত্তি করে পুলিশ শনিবার লামার দুটি স্থানে অভিযান চালায় এবং মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করে। শুক্রবারের অভিযানে পাওয়া গিয়েছিল আরো তিন লাখ টাকার বেশি।

পুলিশ জানায়, গত ৯ মে ভোরে লামার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন লামা থানায় একটি মামলা দায়ের করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এখন পর্যন্ত ২১ লাখের বেশি টাকা উদ্ধার করতে পেরেছি। তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই বাকি অর্থও উদ্ধার করা যাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা