weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লিওনেল মেসির গোলের পরও মায়ামির হার

প্রকাশ : ০২-১১-২০২৫ ১১:৩২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজে দুর্দান্ত লড়াইয়ে ২–১ ব্যবধানে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়েছে নাশভিল এসসি।

শনিবারের (১ নভেম্বর) এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নাশভিল। ফলে এখন ভাগ্য নির্ধারণ হবে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচে। আগের ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি ৩–১ ব্যবধানে জিতেছিল।

কিন্তু নাশভিলের মাঠে পরিস্থিতি ছিল একেবারে উল্টো। প্রথমার্ধেই স্যাম সুরিজ ও জশ বাউয়ারের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। 

মায়ামি যদিও একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু জাল খুঁজে পেতে বারবার ব্যর্থ হয়েছে। প্রথমে নাশভিল গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি, এরপর লুইস সুয়ারেজ নিশ্চিত গোলের মতো একটি শট মেরেছেন পোস্টে।

জর্দি আলবার ক্রস থেকেও মায়ামির তাদেও আলেন্দে লক্ষ্যভেদ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে মায়ামি পুরোপুরি আধিপত্য বিস্তার করলেও নাশভিলের গোলরক্ষক জো উইলিস ছিলেন চীনের প্রাচীরের মতো। ৬৬ মিনিটে সুয়ারেজকে কাছ থেকে গোল করতে দেননি তিনি।

শেষ মুহূর্তে অবশ্য মেসির জাদু দেখা গেছে। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ে অসাধারণ এক শটে গোল করে ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা। কিন্তু তা শুধু সান্ত্বনাই এনে দেয় মায়ামিকে। বাকি সময়ে গোল না হওয়ায় পরাজয়ের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এখন সিরিজের ভাগ্য নির্ধারণ হবে পরের সপ্তাহে, ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ‘গেম থ্রি’-তে। যে দল জিতবে তারাই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালের টিকিট পাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই