weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শখের বশে জাল ফেলে ৩০ কেজির বাগাইড় পেলেন ঝালমুড়ি বিক্রেতা

প্রকাশ : ২২-০৪-২০২৫ ১৪:৪৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
যমুনা নদীতে শখ করে জাল ফেলেছিলেন ইব্রাহিম মোল্লা (৩২)। এতে ধরা পড়ে ৩০ কেজি ওজনের এক বাগাইড় মাছ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। ইব্রাহিম মোল্লার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামে। তিনি পাটুরিয়া ঘাট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন।

ইব্রাহিম জানান, সোমবার (২১ এপ্রিল) বিকালে বাড়ির পাশের যমুনা নদীতে খইয়া জাল (ঝাঁকি জাল) ফেলে মাছ ধরতে যান তিনি। দু-তিন মিনিট পরপর জাল তুলে চিংড়ি, টাটকিনিসহ ছোটখাটো কিছু মাছ পান। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফেরার আগমুহূর্তে আবার জাল ফেলেন। জাল ওঠাতে গিয়ে ভারী কিছু আটকে গেছে মনে হলে টেনে আনেন। পরে তীরে এনে দেখেন, বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। 

পরে স্থানীয় এক যুবকের সহায়তায় মাছটি তীরে তোলেন ইব্রাহিম। এ সময় উৎসুক লোকজন ভিড় করেন মাছটি দেখতে। তিনি মাছটি বাড়িতে নিয়ে যান এবং আজ ভোরে আরিচা মাছের আড়তে নিয়ে গিয়ে এক আড়তদারের কাছে ৩২ হাজার টাকায় বিক্রি করেন। এই জালে এত বড় বাগাইড় ধরা পড়বো, কহনো ভাবিই নাই। আসলে কপালে থাকলে ফেরায় ক্যারা। বাড়িতে গিয়্যা মাছটি মাইপ্যা দেহি ২৯ কেজি ৭০০ গ্রাম ওজন। আজ সকালে আরিচা মাছের এক আড়তদারের কাছে ৩২ হাজার ট্যাহায় বিক্রি করছি।

স্থানীয় লোকজন জানান, মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত জেলেদের জালে অর্ধশতাধিক বাগাইড় মাছ ধরা পড়েছে। মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর এবং ঢাকার নবাবগঞ্জ ও দোহারের জেলেরা পদ্মা-যমুনাসংলগ্ন এলাকায় বোয়াল, রুই, কাতলার পাশাপাশি বড় বড় বাগাইড়ও ধরছেন। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরের মধ্যবর্তী পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মা ও যমুনার মিলনস্থলে প্রায়ই বড় আকৃতির মাছ ধরা পড়ে; যদিও নদীতে পানি কমে যাওয়ায় মাছের অভয়ারণ্য হ্রাস পাচ্ছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বাগাইড় মাছ প্রায় বিলুপ্তির পথে। আইন অনুযায়ী এ মাছ ধরা নিষিদ্ধ। অনেক সময় জেলেরা বিষয়টি জানেন না। তাদের সচেতন করতে উপজেলা মৎস্য কার্যালয় ও বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের  সিদ্ধান্ত দুদকের বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি এ.এইচ.এম  খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা