weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শতাধিক বছরের দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট

প্রকাশ : ২১-০৭-২০২৫ ১৬:২৯

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
২০২৭ সালের ২ আগস্ট এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ বিশ্বের তিনটি মহাদেশের উপর দিয়ে অতিক্রম করবে। যেটি গত শতাধিক বছরের মধ্যে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সূর্যগ্রহণের একটি হবে।

এই সূর্যগ্রহণ সর্বোচ্চ ছয় মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। এর ফলে পৃথিবীর ওপর একটি নাটকীয় ছায়া ফেলবে যাকে ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’ বলা হচ্ছে।

সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ তিন মিনিটের কম সময় স্থায়ী হয়। কিন্তু এই দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ একটি অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা এনে দেবে। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ হবে এটি; যা জ্যোতির্বিদ, আকাশ পর্যবেক্ষক এবং সাধারণ মানুষের জন্য দুর্লভ অভিজ্ঞতা এনে দেবে।

স্পেস ডটকম জানিয়েছে, প্রায় ২৫৮ কিলোমিটার প্রস্থের এই ছায়াপথ দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার উপর দিয়ে যাবে এবং ভারত মহাসাগরে চাগোস দ্বীপপুঞ্জের কাছে শেষ হবে।

মিসরের লুক্সর শহরসহ কিছু শহর প্রায় ছয় মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ অন্ধকার দেখবে। লিবিয়া ও মিসরের মতো অঞ্চলে আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকে আগস্ট মাসে; যা সূর্যগ্রহণ দেখার জন্য আদর্শ পরিবেশ।

স্থানীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময় বিভিন্ন স্থানে ভিন্ন হবে। দক্ষিণ স্পেনে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে। মিসর ও লিবিয়ায় এটি ঘটবে দুপুর ২টা থেকে ২টা ৩০মিনিটের মধ্যে।

ভারতের বেশিরভাগ অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তবে এর পশ্চিম প্রান্তের কিছু এলাকা থেকে সূর্যাস্তের কাছাকাছি সময় আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

এই সূর্যগ্রহণ দীর্ঘ ও দুর্লভ হওয়ার পেছনে একাধিক বিরল মহাজাগতিক কারণ রয়েছে। এই সময় পৃথিবী থাকবে অ্যাফেলিয়নে, অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে দূরে।

ফলে সূর্য আকারে একটু ছোট দেখাবে। একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে, ফলে সেটি বড় দেখাবে। এ ছাড়া এই সূর্যগ্রহণ বিষুবরেখার কাছাকাছি অতিক্রম করবে, যার ফলে চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের উপর তুলনামূলক ধীরে চলবে। এ কারণে গ্রহণের সময়ও বেশি হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আরেকজন গুরুতর আহত মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আরেকজন গুরুতর আহত সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল ডাকসু’র ভোটগ্রহণ শুরু ডাকসু’র ভোটগ্রহণ শুরু দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা