weather ২১.৯৯ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরের ডিসির ভিডিও ভাইরাল, আলোচনা-সমালোচনা

প্রকাশ : ২০-০৬-২০২৫ ২১:৪১

ছবি : সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি
এক নারীর সঙ্গে শরীয়তপুরের জেলা প্রশাসকের ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে দেন।

তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে ‘বিয়ের স্বপ্ন’ দেখিয়েছিলেন। ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

ভিডিওতে জেলা প্রশাসকের সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। ওই নারীর সঙ্গে কথা বলতে পেরেছেন স্থানীয় সাংবাদিকরা। তার বাড়ি ময়মনসিংহে, তবে পরিবার নিয়ে থাকেন ঢাকায়।

ওই নারী বলেন, উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছেন। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছেন। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তিনি এর আগে আমাকে মারধর করেছেন।

ওই নারী আরো বলেন, তিনি আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে তার প্রতি আসক্ত করেছেন। তিনি এখন কলঙ্কিনী বানিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু তিনি রাজার হালে রয়েছেন। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্ধা করছেন। তার কারণে দুটি সংসার নষ্ট হয়ে গেছে। আমি এখন তার বিচার চাই।

এদিকে ভিডিও প্রকাশের পর এ নিয়ে শহরজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ডিসি তার চরিত্র ধরে রাখতে পারেননি। ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটি আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত বলে মনে করেন ছাত্রনেতা ইমরান আল নাজির।

নাগরিক সংগঠনের সঙ্গে যুক্ত আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, ডিসির মতো একজন সরকারি পদাধিকারীর এ ধরনের নোংমারি খুবই দুঃখজনক।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২