weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর পাকস্থলী থেকে উদ্ধার এক হাজার ইয়াবা

প্রকাশ : ১৮-০৯-২০২৫ ১২:৩৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইয়াবার প্যাকেট গিলে ফেলে কক্সবাজার থেকে ঢাকায় এসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক ব্যক্তি। জোলাপ খাইয়ে তার পেট থেকে বের করা হয়েছে এক হাজার ইয়াবা।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ওই ব্যক্তির নাম মো. রাজু মোল্লা, বয়স ৩২ বছর। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস-১৪২) বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

মাদক পাচারের খবরের ভিত্তিতে তাকে বলাকা ভবনের উত্তর পাশের এলাকা থেকে আটক করা হয়। পরে বিমানবন্দর আর্মড পুলিশের দপ্তরে নেওয়া হলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন।

এরপর এক্স-রে পরীক্ষায় রাজুর পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ইয়াবার ২০টি প্যাকেট বের করা হয়।

এপিবিএন বলছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই