weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিশুশিক্ষার্থীকে ২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিক্ষকের

প্রকাশ : ১৬-০৫-২০২৫ ১১:১৮

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি
চেয়ারে এক পা তুলে বসে আছেন শিক্ষক। এক হাতে বেত, অন্য হাতে এক শিশুশিক্ষার্থীর হাত টেনে ধরে রেখেছেন তিনি। এরপর একের পর এক বেত্রাঘাত। মারধরের মধ্যেই তিনি শিশুটিকে কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। শিশুটি নির্দেশ মেনে ওঠবস করলেও, শিক্ষক থামেননি— চালিয়ে যান পেটানো।

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও। প্রায় ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ২৩ সেকেন্ড ওই শিশুশিক্ষার্থীকে ২১ বার বেত্রাঘাত করতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি সম্প্রতি সময়ে ছড়িয়ে পড়লেও ঘটনাটি সোমবারের (১২ মে)। লক্ষ্মীপুর সদর উপজেলার একটি মাদ্রাসায় ঘটেছে এই ঘটনা। শিশুটি সেখানে হেফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত, তার মোবাইল ফোনও বন্ধ। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে, তার ফোনও বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের কাছ জানা গেছে, ঘটনাটি গত সোমবারের। লেখাপড়ায় অমনোযোগী বলে শিক্ষক ওই শিশুকে পিটিয়েছেন। 

শিশু নির্যাতনের সর্বশেষ এই ঘটনার বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওতে যেভাবে শিশুটিকে মারধর করতে দেখা গেছে, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। এ ঘটনার তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত মঙ্গলবার জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ এনে তার পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা