weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রকাশ : ২২-০৪-২০২৫ ১৭:৫০

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ এপ্রিল) সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, 'আমাদের যে প্রক্রিয়া সেটি হলো-আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবো। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে চিঠি পাঠাবে। সেই দূতাবাস বা হাইকমিশন তাদের দেশের বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে চিঠি পাঠাবে। এটাই বিদেশে থাকা আসামিদের ফেরত আনার প্রক্রিয়া।’

হাফিজ আহসান ফরিদ বলেন, 'বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।’

দুদক এর আগে জানিয়েছিল, আদালতের নির্দেশ অনুযায়ী তারা হাজির না হলে, পলাতক বলে গণ্য হবেন।

শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে জানতে চাইলে জবাবে দুদক কমিশনার বলেন, 'আমরা টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে মামলা করেছি। সব চিঠি তার বাংলাদেশের ঠিকানায় পাঠানো হয়েছে। সরকার তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

এ সময় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সম্ভাবনা সম্পর্কে হাফিজ আহসান ফরিদ বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।'


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের  সিদ্ধান্ত দুদকের বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি এ.এইচ.এম  খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা