weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত রাবি শিক্ষক মারা গেছেন

প্রকাশ : ১৪-০১-২০২৫ ১১:১৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, সোমবার দুপুরে রাজশাহীর কাজলা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ড. পুরনজিত মহালদারের মরদেহ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বন্ধু, সহকর্মী, ছাত্র-ছাত্র তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হাতুড়িপেটায় হত্যা, আসামি গ্রেপ্তার বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হাতুড়িপেটায় হত্যা, আসামি গ্রেপ্তার মঙ্গলবার বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিরল মহাজাগতিক দৃশ্য পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার