সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে : দুদক চেয়ারম্যান
প্রকাশ : ০৬-০৪-২০২৫ ১৮:১৪

ছবি- সংগৃহীত
সিনিয়র রিপোর্টার
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে দুদকের চেয়ারম্যান বলেন, আমরা আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।
ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক ও প্রযুক্তিগত উদ্যোগ। এ সম্মেলনে অংশ নিয়ে আমরা সম্মান লাভ করেছি। সেখানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের (এনএসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই করেছি। সমঝোতা স্মারকে বিভিন্ন সহযোগিতা প্রতিষ্ঠানিকভাবে উভয় দেশকে সক্ষম ও শক্তিশালী করে তুলবে।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com