weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬৯% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশ : ২৭-০৯-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি বিবিসি একটি প্রোপাগান্ডা মেশিন, বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি বিসিবির জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি বিসিবির প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’