weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৩৬% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক

প্রকাশ : ২৩-০২-২০২৫ ১৮:২০

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।


এদিন বিকালে ব্রিফিংয়ে আক্তার হোসেন বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের নামে ৫ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকার মূল্যের সম্পদ পাওয়া যায়। এরমধ্যে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। যা তিনি ক্ষমতার অপব্যবহার করে ও অসাধু উপায়ে অর্জন করেছেন।


এছাড়াও জাহিদ আহসান রাসেল পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অপরাধে জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে জাহিদ আহসান রাসেলের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজা বৈধ আয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকার সম্পদ বেশি পাওয়া যায়। যার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।






পিপলসনিউজ/এসসি


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ