সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের নামে দুদকের মামলা
প্রকাশ : ০৭-০৪-২০২৫ ১৭:০১

ফাইল ছবি
সিনিয়র রিপোর্টার
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন, দখলে রাখা, নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
মো. আক্তার হোসেন বলেন, মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়।
পিপলসনিউজ/এসসি
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন, দখলে রাখা, নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
মো. আক্তার হোসেন বলেন, মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com