সাবেক পানিসম্পদ উপমন্ত্রী জ্যাকবের নামে দুদকের মামলা
প্রকাশ : ২৪-০৪-২০২৫ ১৮:০৯

ফাইল ছবি
সিনিয়র রিপোর্টার
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
পিপলসনিউজ/এসসি
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করে। এছাড়াও ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে।
ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক।
অপরদিকে, জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকা সম্পদের তথ্যাদি পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে কমিশন।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com