weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬২% , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

প্রকাশ : ১৩-০৪-২০২৫ ১৭:৪৭

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

পৃথক তিন মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।  

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বৃহস্পতিবার প্লট দুর্নীতির অপর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।  

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, টিউলিপ এমপি থাকা অবস্থায়, বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এরপর বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।  

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে নিজের প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে নাম আসে টিউলিপ সিদ্দিকের। এরপর প্রকাশিত হয়, লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস করেছেন টিউলিপ। এই ঘটনার জেরে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাবেক হুইপ ও এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা সাবেক হুইপ ও এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা চোরের বদলে চার্জশিটে বিচারকের নাম, তোলপাড়! চোরের বদলে চার্জশিটে বিচারকের নাম, তোলপাড়! আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্রিটিশ এমপি টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা ব্রিটিশ এমপি টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা