weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ১০:৩৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, মানিকগঞ্জ জেলা ডিবি (গোয়েন্দা পুলিশ) নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, নাঈমুর রহমান দুর্জয়কে রাত সাড়ে আটটার দিকে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর ও মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।

গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন দুই হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে ধর্ষণকাণ্ড: চার আসামি তিন দিনের রিমাণ্ডে মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো পেন্টাগন মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ মৌলভীবাজার সীমান্তে ৪৮ জনকে ঠেলে দিল বিএসএফ পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার চারুকলা পরিচালক