weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ধর্ষণকাণ্ড থেমে নেই, একাধিক ঘটনায় গ্রেপ্তার অনেকে

প্রকাশ : ১১-০৩-২০২৫ ২২:১০

প্রতীকী ছবি

পিপলসনিউজ ডেস্ক
সম্প্রতি সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। সারাদেশে ধর্ষণবিরোধী বিক্ষোভ ও নারী নিপীড়নের প্রতিবাদে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ। এর মাঝে একের পর এক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার খবর আসছে। অনেক ঘটনা পূর্বে সংগঠিত হলেও নতুন করে সামনে আসছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অনেকে। 

প্রতিনিধিদের পাঠানো খবর-

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার: ঢাকার কেরাণীগঞ্জে আট বছরের শিশু ধর্ষণ মামলায় মুগলা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। 

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত বছরের ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে দ্বিতীয় শ্রেণীতে শিশুকে মাছ ধরার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি তার মাকে জানায় ওই শিশু। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

তিনি আরো জানান, সোমবার রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুগলাকে গ্রেপ্তার করা হয়।

ব্ল্যাকমেইল করে বছর ধরে ধর্ষণ: খুলনায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধর্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়।

জেলার তেরখাদা উপজেলা কুমিরডাঙ্গা গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ ওঠে মফিজ শেখের বিরুদ্ধে। তিনি তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলাও রয়েছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে প্রায় এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইল ফোনে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামে বাদীর শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনীকে আবারো ধর্ষণ করে।

এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর বৃদ্ধ গ্রেপ্তার: চট্টগ্রামের সীতাকুণ্ডে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার বাদী হয়ে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাতে ওই বৃদ্ধকে গণপিটুনি দেওয়া হয়।

স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে ওই শিশুকে তার বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে যান মো. ইউসুফ। এরপর শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ জনতা ইউসুফকে ঘর থেকে ধরে এনে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে কিছুটা সুস্থবোধ করলে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

ধর্ষণের ঘটনায় মো. ইউসুফকে আসামি করে শিশুটির বাবা সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। জানতে চাইলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, মামলাটিতে ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ভগ্নিপতি গ্রেপ্তার: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা। 

কর্ণফুলী থানার ওসি মো. শরীফ জানান, গত রবিবার সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকালে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি শরীফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।

বান্দরবানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খিয়াং জনগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামাল হোসেন (৩২) নামে এক নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। 

সোমবার উপজেলার খামতাং পাড়ায় এ ঘটনা ঘটে। আটক জামাল হোসেন (৩২) বরিশালের মো. নজরুল ইসলামের ছেলে। রোয়াংছড়ি-রুমা সড়কে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল সে।

পাড়ার বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী সবসময় পাড়ার আশপাশে ঘোরাঘুরি করতো। সোমবার সন্ধ্যায় জামাল হোসেন খামতাং পাড়া থেকে ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে পাড়ার লোকজন গিয়ে উদ্ধার করেন। এ সময় জামাল পালিয়ে যায়। মঙ্গলবার সকালে সড়কের কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিক তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী জামালকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানায় খবর দিলে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আবদুল করিম বলেন, ‘অভিযুক্ত নির্মাণশ্রমিককে পাড়াবাসী পুলিশে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের মামলা করতে বলা হয়েছে।’

পাবনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেপ্তার: পাবনা সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আফজাল হোসেন (৪৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতাল পাড়ার মৃত বিলাত আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি আনুমানিক বিকেল ৪টায় শিশুটিকে নিয়ে তার মা গবাদী পশুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে অভিযুক্ত আফজাল শিশু কন্যাটিকে আদর করতে করতে কোলে নিয়ে নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির বড় বোন অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখে শিশুটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করছে। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা আসলে আফজাল সেখান থেকে পালিয়ে যায়।

পাবনা সদর থানার (ওসি অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আফজালকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার: কিশোরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল দীন ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জল দীন ইসলাম সদর উপজেলার সুলতানপুর গ্রামের ছন্দু মিয়ার পুত্র। 

ঘটনার বিবরণে জানা যায়, চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাদরাসা ছাত্রী সোমবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তোফাজ্জল দীন ইসলাম মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের নান্দলা মাঠে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি তার স্বজনদের এ ঘটনা জানায়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামি তোফাজ্জল দীন ইসলামকে চৌদ্দশত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ, টাঙ্গাইলে আটক কিশোর: মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত কিশোরকে (১৩) টাঙ্গাইল শহর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। সে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার বাসিন্দা।

জানা গেছে, গত ৭ মার্চ মানিকগঞ্জের আটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে যায় ভুক্তভোগীর পরিবার। এ সময় তিন বছরের ওই শিশুকে ১৩ বছরের এক স্কুলছাত্র যৌন নিপীড়ন করে। পরে ওই শিশুর মা বিষয়টি টের পেয়ে টাঙ্গাইল চলে আসেন। গত রবিবার শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির মা বলেন, বিয়ের অনুষ্ঠানের রাতে আমার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করা হয়েছে। আমি এর বিচার চাই।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লা বলেন, ধর্ষণের অভিযোগটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় টাঙ্গাইল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও শিশুটির বাবা সখীপুরে চাকরি করেন। সেই সুবাদে ঘটনার পর তারা সখীপুরে চলে আসেন।

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত হাবিবুর রহমান হাবুকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ানের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের খবর জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে ঝিনাইদহের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাউৎগাঁও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ভুক্তভোগী তরুণী শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি চলাফেরা ও কথা বলতে সক্ষম। গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাঁও যাওয়ার পথে অভিযুক্ত হাবু কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত ও অভিযানে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে হাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১: বগুড়ায় বাবা ও ছেলে মিলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায়, ছেলে গোপাল চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ। এঘটনায় বাবা তুলশি চন্ত্র দাস পলাতক রয়েছেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, সোমবার রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকায় অভিযান চালিয়ে গোপালকে গ্রেপ্তার করা হয়ছে। এই কর্মকর্তা আরো জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকালে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করেন।

এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি বুঝতে পারে এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলাজামালপুরের মাদারগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের জানান, সোমবার বিকালে উপজেলার পশ্চিম চর পরতাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগের মুখে থাকা ছেলেটির বয়স ১৫ বছর। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বরাতে ওসি বলেন, ছেলেটি তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী মেয়েটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে উচ্চ শব্দে গান বাজিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মায়ের কাছে সব খুলে।

স্বাস্থ্য পরীক্ষার শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া এবং ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ভোলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে শরীফ (২১) নামে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) একটি দল। মঙ্গলবার ভোরে উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের দালালপুর গ্রামের নুরে আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ২০২৪ সালের ৬ মার্চ মেঘনা নদীর তীরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করা হয়। সেই ভিডিও চিত্র বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়।  

এ ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার এজাহারভুক্ত আসামি শরীফকে ধরতে অভিযানে নামে র‌্যাব।

ভোলা র‌্যাব কমান্ডার শাহরিয়ার রিফাতের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসামি শরীফকে আটক করে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে।

সিংগাইরে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা: মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহকর্মীকে (১৫) ধর্ষণের অভিযোগ ওঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের জনৈক আমিনুল ইসলামের বাড়িতে। ভিকটিম এ বিষয়ে মুখ খুলতে চাইলে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। মীমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। পরে ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার সিংগাইর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন । ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার ফতেপুর গ্রামে। অভিযুক্ত বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারি গ্রামের মৃত. আব্দুল হালিমের ছেলে।

ভিকটিম ও এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তার আমিনুল ইসলামের বাড়ির একতলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। তিনি ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলেন। দুই মাস আগে বাদীর মেয়েকে ভাড়া বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসেন বাচ্চু। পরে নানা প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। সিংগাইর থানার ওসি জে. ও. এম বিষয়টি নিশ্চিত কওে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার আসামি নাটোরে গ্রেপ্তার: রাজশাহীর পুঠিয়া থানার ধর্ষণ চেষ্টার এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সামিউল আলিম ওরফে শিহাব (২২)। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি বাজারে তার বাড়ি। 

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার সম্পর্কের এক ভাগ্নির বাড়িতে যায়। তখন তার ভাগ্নি নামাজ পড়ছিল। এসময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

নড়াইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ,অভিযুক্তসহ গ্রেপ্তার ২: নড়াইলের লোহাগড়ার দিননাথপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্যা (৩৮) ও সহযোগিতার জন্য তার আপন ভাবী শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার লোহাগড়া থানা পুলিশ। 

সোমবার বিকালে ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার তিন ঘণ্টা পর বিকালে লোহাগড়া থানা পুলিশ এই দু’জনকে গ্রেপ্তার করে।  

পান্নু মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে এবং সহযোগী শারমিন আক্তার তার বড় ভাই বাবু মোল্যার স্ত্রী। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মামলার পর তাদেরকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ