সিনারকে উড়িয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ
প্রকাশ : ০৮-০৯-২০২৫ ১১:০১

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন ইয়ানিক সিনার। জিতেছেন দুইটি। আলকারাজের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে এক নম্বর টেনিস তারকাও ছিলেন তিনি। সেই সিনারকে রীতিমতো উড়িয়ে দিলেন আলকারাজ।
সোমবার (৮ সেপ্টেম্বর) চার সেটের লড়াইয়ে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ।
ফাইনাল জমে উঠেছিল আরো একটি কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন দর্শকসারিতে। শুধু ট্রাম্পই নন, রকস্টার ব্রুস স্প্রিংস্টিন, ফ্যাশন আইকন টমি হিলফিগার, অভিনেতা মাইকেল ডগলাস ও বাস্কেটবল সুপারস্টার স্টিফেন কারিও উপস্থিত ছিলেন সিনার-আলকারাজের লড়াই দেখতে।
ফাইনালে সিনারের বিপক্ষে আলকারাজকে দেখা গেল একেবারে ভিন্ন রূপে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩০ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনালে প্রথম গেমেই দারুণ সব ফোরহ্যান্ডে সিনারের সার্ভিস ব্রেক করেন। সেই শুরুর পর থেকে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন আলকারাজ। প্রথম সেটে মাত্র দুটি আনফোর্সড এরর করেন, দুর্দান্ত উইনার মারেন ১০টি। সিনার বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলেন না।
দ্বিতীয় সেটে পাল্টা আক্রমণে যান সিনার। আত্নবিশ্বাস ফিরিয়ে সমতাও ফেরান। কিন্ত তৃতীয় সেটে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। তৃতীয় সেটে খেলা ঘুরিয়ে দিলেন আলকারাজ। সিনারের ভুল বাড়তে থাকল, র্যাকেট ছুড়ে ফেললেন হতাশায়। শেষ সেটে সিনার সর্বোচ্চ চেষ্টা করলেন। কিন্তু আলকারাজের সামনে দাড়াতে পারলেন না শেষ পর্যন্ত। ম্যাচ জিতে র্যাকেট হাতে সেই ‘গলফ সুয়িং’ উদযাপনে মাতলেন আলকারাজ।
এই জয়ে সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ ফিরলেন এক নম্বরে। এর আগে টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন সিনার। মাত্র ২২ বছর বয়সে আলকারাজ এখন ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com