সিরাজগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও ছেলের
প্রকাশ : ০৮-০৭-২০২৫ ১১:৪০

ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যান। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক ও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যান। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com