সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে ২ মৃত্যু
প্রকাশ : ৩০-০৮-২০২৫ ১২:১৫

ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচের আগে অনুশীলন করতে গিয়ে নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
মৃতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।
স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন আহত এবং দুজন নিখোঁজ হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে দুজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com