weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

প্রকাশ : ১৪-০৫-২০২৫ ১০:৩৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, ‘একটি (সিরিয়ায়) নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে।’

সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার আলোচনায় তারা একমত পোষণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেব যেন তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এই নিষেধাজ্ঞাগুলো একসময় জরুরি ছিল, কারণ সেগুলো বাশার আল–আসাদের সরকারের অপরাধ প্রতিরোধে ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণের উন্নয়নের পথ প্রশস্ত করার।’

ট্রাম্প বলেন, ‘আমি সিরীয় জনগণকে শুভকামনা জানাই। সৌদি আরবের মতো তারাও যেন নিজস্ব পথে এগিয়ে গিয়ে কিছু অসাধারণ অর্জন করতে পারে। আমরা একসঙ্গে অনেক কিছু করেছি, কিন্তু এটি কেবল শুরু। মধ্যপ্রাচ্যের মানুষদের জন্য একটি নতুন উজ্জ্বল দিনের সূচনা ঘটছে।’

বুধবার (১৪ মে) সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, এই বৈঠকে আব্রাহাম চুক্তির আওতায় সিরিয়া-ইসরায়েল সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করছে লন্ডন টাইমস।

ট্রাম্পের ঘোষণার পর এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখন শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত