weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলেন ভারতীয়রা

প্রকাশ : ২৭-০১-২০২৫ ১১:৫৬

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলাউড়া সীমান্তের কর্মধা ইউনিয়নের মুড়াইছড়ায় আহাদ আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকরা কুপিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত আহাদ আলী মুড়াইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

তিনি জানান, রবিবার দুপুরে জামি সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় আহাদের। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. গোলাম আপছার জানান, মরদেহ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির বক্তব্য পাওয়া যায়নি|

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪