weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিন সৈকত থেকে ১২০০ কেজি প্লাস্টিকের বর্জ্য অপসারণ

প্রকাশ : ২২-১২-২০২৪ ১১:১১

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘কেওক্রাডং বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় দুই দিনের এই পরিচ্ছন্নতা অভিযানে এক হাজার ২০০ কেজি প্লাস্টিকের বর্জ্য অপসারণ করা হয়েছে।

শুক্র ও শনিবার দুই দিনব্যাপী দ্বীপের সমুদ্র সৈকতে এ কার্যক্রম চালানো হয়। এতে বাংলাদেশ কোস্টগার্ড, স্থানীয়রাসহ সারাদেশের বিভিন্ন পেশাজীবী এবং সেন্টমার্টিনের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।এ কার্যক্রমে শনিবার (২১ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনের অলিগলি ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, প্লাস্টিকের প্যাকেটসহ নানা ধরনের অপচনশীল ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। 

এর আগেও ‘কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে দ্বীপে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছিল। এটি তাদের ১৩তম উদ্যোগ।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেওক্রাডং বাংলাদেশ’ প্রতিবছরের মতো এবারো উপকূলে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এটি সেন্টমার্টিন দ্বীপের জন্য খুব উপকারী কাজ।

কেওক্রাডং বাংলাদেশের সমন্বয়কারী মুনতাসির মামুন বলেন, সেন্টমার্টিনের মতো ছোট দ্বীপে পড়ে থাকা প্লাস্টিক যদি মূল ভূখণ্ডে নিয়ে আসা না হয়, তাহলে এর পরিনাম শুধু এই দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ছড়িয়ে পড়বে বঙ্গোপসাগরে। সেই পরিনামকে যতটা সম্ভব সীমিত করা যায়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পিপলসিনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ