সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
প্রকাশ : ০৪-০৯-২০২৫ ১৬:২৫

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ হয়ে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন- তিন্নি (১২), মুন্নি (১৪), মৌরি (৬), মানব চৌধুরী (৪০) এবং বাচা (৩৮)।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের খবর আমরা পাইনি। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
শাওন বিন রহমান বলেন, একই পরিবারের পাঁচ সদস্য আমাদের এখানে ভর্তি হয়েছেন। দগ্ধদের মধ্যে তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ, শিশু মৌরি ৩৬ শতাংশ, মানব চৌধুরী ৭০ শতাংশ এবং বাচা নামে এক নারী ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com