weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হজরত বেলালের (রা.) যে আমলে খুশি হয়েছিলেন মহানবী (সা.)

প্রকাশ : ২১-০৯-২০২৫ ১২:৪৮

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
হজরত বেলালের (রা.) নিয়ম ছিল, নামাজের কাতারে রাসুলের (সা.) ঠিক পেছনে দাঁড়াতেন। একদিন ফজরের নামাজের সময় সালাম ফিরিয়ে রাসুল তার মুখোমুখি হলেন। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, বেলাল, তোমার কোন আমলটা এমন আশাজাগানিয়া, যার বদৌলতে জান্নাতে তোমাকে আমার আগে চলতে দেখছি? 

রাসুলের কথা শুনে হজরত বেলাল বিপুল বিস্ময়ে চমকিত হয়ে উঠলেন। কিছু বলতে না পেরে তার মুখের দিকে চেয়ে রইলেন। রাসুল স্মিতমুখে ব্যাপারটির খোলাসা করলেন, গতরাতে আমি জান্নাতে গিয়েছিলাম। সেখানে এক জায়গায় আমার আগে আগে কাউকে চলতে টের পেলাম। তার জুতার খসখসানি আমার কানে ভেসে আসছিল। জিজ্ঞাসা করলাম, কে এই ব্যক্তি, যে এত মর্যাদার অধিকারী হতে পেরেছে? আমাকে বলা হলো, আপনার এক উম্মত, তার নাম বেলাল। 

রাসুলের মুখে নিজের মর্যাদার বর্ণনা শুনে বেলাল যেন আনন্দে বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার খেয়াল এলো। তিনি বিনম্র গলায় জানান দিলেন— আল্লাহর রাসুল, এমন কোনো আশাজাগানিয়া আমল তো আমার নেই—তবে দিনে বা রাতে যখনই আমি অজু করি, তখনই দু’রাকাত নামাজ আদায় করে নিই। বেলালের কথা শুনে রাসুল বললেন, হ্যাঁ, তাহলে সেটি এই আমলের বদৌলতেই হয়েছে।

বেলাল (রা.) ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। তার সুরলিত কণ্ঠের আজান মুগ্ধ করতো মুসলমানদের। মদিনার বাইরেও বিভিন্ন সফরে তিনি রাসুলের (সা.) মুয়াজ্জিন ছিলেন। 

রাসুলের (সা.) ওফাতের পর তিনি মদিনা ছেড়ে চলে যান এবং সিরিয়ায় বসবাস শুরু করেন। সিরিয়ায় বসবাসের সময় বেলাল (রা.) একদিন স্বপ্নে রাসুল (সা.) দেখলেন। তাৎক্ষণিক তিনি মদিনায় রাসুলের (সা.) রওজা জিয়ারতে উদ্দেশ্যে রওয়ানা দিলেন। 

রাসুলের (সা.) নাতি হাসান ও হুসাইন (রা.) তাকে ফজরের আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। তিনি তাদের অনুরোধ ফিরিয়ে দিতে পারলেন না। মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন। তার সুরলিত কণ্ঠস্বর মদিনার অলিগলিতে প্রতিধ্বনিত হতে লাগলো। দীর্ঘদিন পর মদিনার লোকজন আবারো রাসুলের (সা.) যুগের আজানের ধ্বনি শুনে ঘর থেকে বেরিয়ে এলেন।  তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষেরা অস্থির হয়ে কাঁদতে কাঁদতে মসজিদের দিকে দৌঁড়াতে শুরু করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই