weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৩৬% , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে চা-বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

প্রকাশ : ১৩-০৪-২০২৫ ১১:৩০

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নালুয়া চা-বাগানের চা শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, উপজেলার নালুয়া চা-বাগানের একজন শ্রমিক শনিবার সকালে একটি লজ্জাবতী বানর দেখতে পান। বানরটি পথ হারিয়ে বন থেকে নালুয়া চা-বাগানে ঢুকে পড়ে। পরে ওই শ্রমিক কৌশলে বানরটি ধরে তার বাড়িতে নিয়ে আসেন। হবিগঞ্জ বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাতছড়ি রেঞ্জ অফিসে এ খবর পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সাতছড়ি বন কর্মকর্তারা নালুয়া চা-বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন। উদ্ধার করা বানরটির বয়স ছয় থেকে সাত বছর হবে। একে একটি পূর্ণবয়স্ক বানর হিসেবে ধরা যায়।

বন্য প্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। এটি দেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণী।

ইংরেজিতে এটিকে বেঙ্গল স্লো লরিস বা নর্থান স্লো লরিস বলে। বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। নিশাচর এই প্রাণী বাংলাদেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৪ যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৪ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিম মল্লিককে