weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হারানো লাঞ্চ বক্স ৪২ বছর পর উদ্ধার

প্রকাশ : ১৯-১২-২০২৪ ১১:২১

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দুপুরের খাবার নিয়ে এসেছিল একটি লাঞ্চ বক্সে করে। ১৯৮২ সালের ঘটনা এটি। পরে লাঞ্চ বক্সটি হারিয়ে যায়। ৪২ বছর পর সম্প্রতি হারিয়ে যাওয়া সেই লাঞ্চ বক্স উদ্ধার হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। রোনোকি সিটি পাবলিক স্কুল নামে ওই প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ চলাকালে একজন মিস্ত্রি সেই লাঞ্চ বক্স খুঁজে পান।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ধাতব পদার্থের তৈরি লাঞ্চ বক্সের ভেতরে ছোট একটি খাবারের পাত্র ছিল। আর ছিল কাগজে আঁকা একটি ছবি। এ ছাড়া একটি কাগজে লেখা ছিল ট্রেসি ড্রেইন।

লাঞ্চ বক্সটি খুঁজে পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এর ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্ট নজরে আসে লাঞ্চ বক্সটির মালিক ট্রেসি ড্রেইন নামের এক ব্যক্তির। এরপর বিদ্যালয়ে এসে তিনি সেটি সংগ্রহ করেন।
 
ট্রেসি ড্রেইন বলেন, ‘খুবই দারুণ একটি বিষয়। এটি দেখে আমার খুবই ভালো লাগছে। যত দূর মনে পড়ে, আমার মা একটি কাগজে আমার নাম লিখে লাঞ্চ বক্সে রেখে দিয়েছিলেন।’

পিপলসসিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ