weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৫৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন

প্রকাশ : ২৪-১২-২০২৪ ১৫:৩৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি ক্লিনটনের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ক্লিনটনের (৭৮) সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে তাকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তার মনোবল চাঙ্গা আছে।

সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন ক্লিনটন। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্তের পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। ছয় বছর পর তিনি স্টেন্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জীবনযাপন প্রক্রিয়ায় বড় আকারে পরিবর্তন আনেন ক্লিনটন। তিনি মাছ-মাংস ছেড়ে শুধু শাকসবজি খেতে শুরু করেন। ২০২২ সালের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ক্লিনটন।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট যিনি এখনো বেঁচে আছেন।

প্রেসিডেন্ট থাকাকালীন নানা কেলেঙ্কারির বেড়াজালে জড়িয়ে পড়লেও, দুই দশক পর তিনি একটি স্থিতিশীল জীবন উপভোগ করছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন কূটনীতিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার