weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৪৬% , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হুইলচেয়ার ক্রিকেটের প্রথম বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রকাশ : ১৩-০৪-২০২৫ ১২:৩২

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতার আয়োজন করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আমন্ত্রণের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

এই বছর ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ, ম্যাচগুলো হবে লাহোর ও ফয়সালাবাদে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত— এই আটটি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে; যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, পাঁচ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার।

বিবৃতিতে মোহাম্মদ মহসিন বলেছেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।

একই সঙ্গে মহসিন এটিও বলেছেন, আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ওমানে আজ তৃতীয় দফা বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র ওমানে আজ তৃতীয় দফা বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র রাঙামাটিতে পিকআপচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত রাঙামাটিতে পিকআপচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ