weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বাভুমা

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ১১:৫৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াইশ রানের বেশি লক্ষ্য তাড়ায় তিনটি টেস্টে জয়ের কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার। এমনকি চারশ’র বেশি রান তাড়ায়ও তারা অজি ভূমি থেকে জিতে ফিরেছিল। 

এরপরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মেগা ইভেন্টে শঙ্কা ছিল প্রোটিয়াদের নিয়ে, কারণ এমন হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ ফসকানোর নজির আছে তাদের। এবার সেই আক্ষেপ ঘুচলেন টেম্বা বাভুমা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি নিজেও ১০৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন।

ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে শনিবার অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা; যা ২৭ বছর পর বৈশ্বিক ইভেন্টে তাদের সর্বোচ্চ অর্জন। এমনকি নির্দিষ্ট ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাও। অজিদের বিপক্ষে এমন ইতিহাসগড়া ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাভুমাও ব্যক্তিগত কীর্তি গড়েছেন। 

এখন পর্যন্ত ১০টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন টেম্বা বাভুমা। যেখানে তিনি ৯টি ম্যাচেই জিতেছেন, বাকি আরেক ম্যাচ ড্র হয়েছে। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা। ১০ টেস্টে অপরাজেয় থাকার এই রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ১৯২০-২১ সালে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ টেস্টে ড্র করেছিলেন। এ ছাড়া প্রায় একই সময়ে ইংল্যান্ডের অধিনায়ক পার্সি চাপম্যান প্রথম ১০ টেস্টে বাভুমার সমান ৯ জয় পেলেও হার দেখেছেন একটিতে।

পার্সি চ্যাপম্যানের পর বাভুমা টেস্ট ক্রিকেটে নয়টি জয় অর্জনকারী দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হয়েছেন। তবে ১০ টেস্টে ৯ জয়ের সঙ্গে অপরাজেয় থাকার রেকর্ডটি একমাত্র বাভুমার দখলেই আছে। পাশাপাশি তিনি ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক যিনি ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরও রয়েছেন অপরাজিত। এ ছাড়া অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের মধ্যে ৮টি করে জয়ের রেকর্ড আছে আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত