weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১২ কিমি হেঁটে এসে ত্রাণ গ্রহণ, বাঁচল না আমির

প্রকাশ : ০২-০৮-২০২৫ ১১:৩১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ অসংখ্য মানুষ। সেখানে এখন অনাহার ও অর্ধাহারে মরছে মানুষ। ক্ষুধার জ্বালা মেটাতে ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেমনই এক শিশু আমির।

খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায়। সামান্য কিছু খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনটিই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা।

অ্যান্থনি আগুইলার নামে সাবেক ওই সেনাসদস্য ‘গাজার ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক বিবরণ শেয়ার করেছেন।

অ্যান্থনি তার সাক্ষ্যে গত ২৮ মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল শুধু এক মুঠো চাল ও ডাল, যা পড়েছিল মাটিতে।

গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শিশুটি তার কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল। 

এর পর জিনিসপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। তার ভাষ্য, গাজার অন্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না, তবে মৃত্যু এসেছিল দ্রুত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে