weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩৪৭ মোবাইল ফোনসহ গ্রেপ্তার এক

প্রকাশ : ২০-০৫-২০২৫ ১৮:১৯

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার বিভাগ ভারত থেকে অবৈধ পথে আনা চোরাচালানকৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকারসহ নাফিস আহমেদ (২০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। তার হেফাজত থেকে ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৯০ লাখ টাকা। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, সোমবার (১৯ মে) দুপুর দুইটার দিকে শাহবাগ থানাধীন পরীবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-সাইবার (দক্ষিণ) বিভাগের একটি দল জানতে পারে, শাহবাগ এলাকায় বিপুল পরিমাণ মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। পরে দলটি কৌশলে মোতালেব টাওয়ার এলাকায় অবস্থান নেয়। 

দুপুর সোয়া ১টার দিকে একটি প্রাইভেটকার থেকে মোবাইল ফোন আনলোডের সময় ডিবির দল অভিযান চালিয়ে নাফিস আহমেদকে আটক এবং মোবাইল ফোনগুলো জব্দ করে। অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালানের সঙ্গে জড়িত এবং আরও কয়েকজন পলাতক সহযোগীর সঙ্গে এ কাজে যুক্ত ছিল। নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে ডিবির অভিযান চলমান রয়েছে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই