‘আমার চুলগুলো উধাও হয়ে গেছে’
প্রকাশ : ১৫-১০-২০২৫ ১১:৪০
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের একটি দেখে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ছবিটি দেখে মনে হচ্ছে, তার চুলগুলো সব উধাও হয়ে গেছে।
বুধবার (১৫ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রচ্ছদে দেওয়া ছবিটি আমার সর্বকালের সবচেয়ে খারাপ ছবি। তারা আমার চুল উধাও করে দিয়েছে। তারপর আমার মাথার উপরে এমন কিছু ভাসছে যা দেখতে ভাসমান মুকুটের মতো লাগছে। কিন্তু সেটা আবার এত ছোট যে, সত্যিই বেমানান। অদ্ভুত! আমি কখনোই নীচের এই অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পছন্দ করি না। এটি আসলেই খারাপ ছবির দিক থেকে সেরা। তারা কী করেছে এটা? কেনই বা করেছে।
ফেব্রুয়ারিতেও, ট্রাম্প টাইম ম্যাগাজিনের একটি ছবি ভালোভাবে নেননি। যেখানে তৎকালীন সরকার বিভাগের দক্ষতা প্রধান ইলন মাস্ককে ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে বসে থাকতে দেখা গেছে।
‘হিজ ট্রায়াম্ফ’ শিরোনামে টাইমের সর্বশেষ প্রচ্ছদটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তি বাস্তবায়নের জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ইসরায়েল ২০২৬ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত করার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে ট্রাম্পও নানা সময় নোবেল পুরস্কার দাবি করে আসছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com