‘আমি পালাব না, কোরআনের কসম’
প্রকাশ : ২৫-০৮-২০২৫ ১৬:৫৭

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রবিবার (২৪ আগস্ট) বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেপ্তার হয়েছেন। মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ওইদিন রাতেই তাকে ঢাকায় আনা হয়। আজ সোমবার (২৫ আগস্ট) তাকে আদালতে তোলা হয়।
তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের এ তথ্য নিশ্চিত করেন। পরে আদালত তার পাচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। যেখানে তার স্ত্রীকেও দেখা যায়। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম। কারণ, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।’
গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয়, ‘এটা কি ভাড়া বাসা?’ জবাবে তৌহিদ আফ্রিদি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।
অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাব না। কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।
একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com