weather ২৭.৮৬ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ হুমকি দেওয়া বিএনপি নেতার নামে জিডি

প্রকাশ : ০২-০৫-২০২৫ ১৩:১৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতা আনিছুর রহমানের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে রুবেল মিয়া (২৬) নামের এক জামায়াতের নেতা এই জিডির আবেদন করেন। আবেদনটি সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

অভিযুক্ত আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয। ভিডিওটিতে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল (অর্থ) সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার। চেনো তুমি, এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে।’

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য উন্মুক্ত ডাকের অনুষ্ঠান হয়। বিএনপি নেতা আনিছুর রহমান ডাকে অংশ নিয়ে ইজারা পান। এই নিয়ে তিনি (রুবেল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান। এরপর পরদিন বিএনপি নেতার লোকজন তাকে থানা মোড়ের একটি ফার্মেসিতে তুলে নিয়ে গিয়ে এই হুমকি দেন।

রুবেল মিয়া অভিযোগ করেন, ওই দিন আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাকে চড়থাপ্পড় মারেন, লাঞ্ছিত ও গালিগালাজ করেন। তারা রুবেলকে প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তা আশঙ্কায় জিডি করেছেন বলে জানান তিনি।

ওসি তসলিম উদ্দিন বলেন, থানায় জিডি হয়েছে। এখন ভুক্তভোগী ব্যক্তি চাইলে আদালতের অনুমতি নিয়ে সেই অনুযায়ী তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হবে।

এদিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপি থেকে আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২১ মে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২১ মে প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী : শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী : শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার দাবি ও আন্দোলনে তীব্র যানজট, ঢাকাবাসীর দুর্ভোগ দাবি ও আন্দোলনে তীব্র যানজট, ঢাকাবাসীর দুর্ভোগ শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান