‘ছেলেরা হাল ছাড়েনি, লড়াই করেছে’
প্রকাশ : ১১-০৭-২০২৫ ১২:২৫

ছবি : সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের শুরুটা হার দিয়ে। আগে ব্যাটিং করে পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈমের ব্যাটে ভর করে কোনোরকমে দেড়শ পার করে তারা। কিন্তু বোলারদের ওপর চড়াও হয়ে শ্রীলঙ্কা জয়ের ভিত গড়ে নেয়। এক ওভার হাতে রেখে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এমন হারের পরও ইতিবাচক বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানি বোলিং কোচ বললেন, আমার মনে হয় আমরা ভালো বোলিং করেছি। অনেক সময় আমরা যখন ম্যাচ জিতি না তখন আমাদেরকে (বোলারদের) কৃতিত্ব দিতে চান না। রিশাদ তো দারুণ বোলিং করেছে। একজন লেগস্পিনার হিসেবে আমি খুশি যে রিশাদ অনেক উন্নতি করছে। তার বলগুলো দারুণভাবে ভেতরে ঢুকছে, স্পিনও হচ্ছে, বাউন্সও করেছে। মিরাজও ভালো করেছে, সেজন্য আমরা ম্যাচে ফিরে এসেছি। তানজিম ও অন্য পেসাররাও নিজেদের সবটাই দিয়েছে। মাঠের একটা জিনিস নিয়ে গর্ব করে বলতে পারি, ওরা কখনো হাল ছাড়েনি। তারা লড়াই করেছে। মাঠে আপনারা দেখেছেন। আমরা তো এটিই চাই। তারা যদি এটি করে যেতে পারে, বিশ্বাস রাখতে পারে, আমরা যদি ভালো ব্যাটিং ও বোলিং করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারবো।
ক্রিকেটারদের ভয় কাটাতে হবে বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, আমরা হেরে যাবো এমন ভয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। আপনাকে মাঠে নামতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। অনুশীলনে আপনি যখন কাজ করবেন, সেটি ম্যাচেও প্রয়োগ করবেন তখন কিন্তু ইতিবাচক ফলাফল আসবে। ব্যাটারদের ক্ষেত্রেও একই কথা। আমাদের বিশ্বাস করতে হবে এবং আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আপনারা আমাকে বিশ্বাস করুন, এই ছেলেদের ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে। আমাকে শুধু এটি বিশ্বাস করতে হবে এবং একজন আরেকজনকে ব্যাক করতে হবে। যখন ইনিংস বড় করবেন, ৩০-৪০ রানের ইনিংসকে ৭০-৮০ তে নিতে পারবেন, তখন ফলাফল দেখতে পাবেন।
ছেলেদের ওপর আস্থা রাখছেন তিনি। সাবেক স্পিনার বলেন, ক্রিকেট ইজ ক্রিকেট। ক্রিকেটকে ক্রাইম বলার কোনো সুযোগ নেই। ক্রাইম খুবই বাজে একটা শব্দ। তারা সত্যিই চেষ্টা করেছে। কোচ হিসেবে দেখলাম তারা প্রতিটি বলে হিট করার চেষ্টা করেছে। কিন্তু হয়নি। এটি নিয়ে তারা নিজেরাও হতাশ। দেখুন চার ওভারে তারা ৮০ রান তুলেছিল, তারপর আমরা দারুণভাবে কামব্যাক করেছি। আমরা যদি একবার স্কোরবোর্ডে ১৭০ রান করতে পারতাম, তাহলে ভাবুন পরিস্থিতি কী হতো। এখন আমাদেরকে কী করতে হবে, এখন আমাদের বিশ্বাস করতে হবে এবং সামনে আগাতে হবে। এই ছেলেরাই ম্যাচ জেতাতে পারবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com